সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগরে স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর সৌজন্যে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেষজ বাগানে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেষজ বাগানে বৃক্ষ রোপন করে কর্মসূচির শুভ সূচনা করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিন মাহতাব আহমাদ, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. শামসুন্নাহার আফরোজ ইভা, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই প্রবাল চন্দ দাশ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জীব দত্ত, রাজনগর প্রেসক্লাবের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।