মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: গ্রিসের কারপাথোস দ্বীপের কাছে একটি নৌকা ডুবে অন্ততপক্ষে ৫০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। বুধবার কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ‘ভাষ্য অনুযায়ী ২৯ জনকে উদ্ধার করা হয়েছে, নৌকায় ৮০ জন লোক ছিল। সেই হিসেবে ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।’ গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি তুরস্ক থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এসেছিল। নৌকার ধ্বংসাবশেষের সূত্র ধরে অভিবাসন প্রত্যাশীদের খোঁজা হচ্ছে।
দারিদ্রপীড়িত আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় প্রায়ই অভিবাসীরা গ্রিস উপকূল হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে শত শত অভিবাসী সাগরে ডুবে মারা যান। এই অভিবাসীদের বেশিরভাগই তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৬৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের এই অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৯ জুন গ্রিসের মাইকোনোস দ্বীপের কাছে নৌকা ডুবে অন্তত ৮ জন মারা যান। এছাড়া ডুবে যাওয়া নৌকা থেকে আরও ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।