বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা ছিল বৃহস্পতিবার (১১ আগস্ট)। কিন্তু দল ঘোষণা নয় এদিন ‘টক অব দ্য কান্ট্রি’ ছিল সাকিব আল হাসানের বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের বিষয়টি।
বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাকিব যদি জুয়াড়ি ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করেন, তবে তার জন্য জাতীয় দলের দরজাই বন্ধ হয়ে যাবে।
আর বৃহস্পতিবারই ছিল সাকিবের এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিন। দিনভর চরম নাটকীয়তার পর অবশেষে সাকিব চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। বলা যায়, বিসিবির চাপেই বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।
এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব।
সারাদেশ যখন সাকিব-বিসিবিতে মেতে আছে তখন সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি হাসির ইমোজি দিয়ে যেন আগুনে নতুন করে ঘি ঢাললেন। বৃহস্পতিবার রাতে প্রায় সাড়ে ১১টার দিকে সাকিবের স্ত্রীর ওই স্ট্যাটাস নিয়ে এখন আলোচনা সব জায়গায়, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন ওই ইমোজি দিয়ে?
সাকিবপত্নী কি প্রকারান্তরে বিসিবিকে একহাত নিলেন? সাকিবকে এভাবে চাপে ফেলে চুক্তি থেকে সরিয়ে আনার ব্যাপারটিকে নিয়ে ব্যঙ্গ করলেন কি? আসলে কিছুই পরিষ্কার নয়। তবে সাকিবের এই ঘটনার দিনই তার স্ত্রীর এমন ইমোজি দেয়া ফেসবুক স্ট্যাটাস কিছুর ইঙ্গিত বহন করছে নিঃসন্দেহে।