বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: ইসলামী সলিডারিটি গেমসে অংশ নিতে তুরস্ক যাওয়ার আগে হাই জাম্পার রিতু আক্তার বলেছিলেন, ‘আমি গেমসে সেরাটা দিতে চাই।’ তিনি পেরেছেন। পদক জিততে না পারলেও জাতীয় রেকর্ড গড়েছেন।
তুরস্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত গেমসের হাইজাম্পে ১.৭৩ মিটার লাফিয়ে ১১ জনের মধ্যে সপ্তম হয়েছেন রিতু। এই উচ্চতা বাংলাদেশের রেকর্ড।
গেমসের এই ইভেন্টে বাংলাদেশের উম্মে হাফসা রুমকীও অংশ নিয়েছিলেন। তিনি ১.৭০ মিটার লাফিয়ে হয়েছেন নবম। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকসে ১.৭১ মিটার লাফিয়ে নতুন রেকর্ড করে স্বর্ণ জিতেছিলেন রুমকী। তুরস্কে রুমকীর সেই রেকর্ড ভেঙেছেন রিতু আক্তার।
১.৭৬ মিটার উচ্চতায় তিনবার চেষ্টা করেও পারেননি রিতু। প্রথম প্রচেষ্টায় রুমকি ১.৬৫ মিটার লাফানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৭০ মিটার লাফান, তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার টপকাতে পারেননি রুমকী।