বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন ‘আমরা ‘৯৩’ এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী বন্ধু শিব্বির আহমদ ও ফয়সল আহমদকে বরণ করার লক্ষে সংগঠনের দায়িত্বশীলগণ শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে এক মিলনমেলার আয়োজন করেন। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পূর্ববর্তী ‘৯২ ব্যাচের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনার সভাপতিত্বে ও শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, শামীম আহমদ, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, মাস্টার নাজিম উদ্দিন, ফরিদ হোসেন আহাদ, আলিম উদ্দিন, ইউপি সদস্য আলতাফ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী শিব্বির আহমদ, ফয়সল আহমদ, একলাছ আহমদ, নাসিরুল হক, সিরাজুল হক প্রমূখ।