বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
বিশ্বজিৎ কর : মৌলভীবাজার এডাব এর সহযোগিতায় এবং ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার এর বাস্তবায়নে কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ প্রকল্পে আওতায় সর্ব ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে মৌলভীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য্যালয়ের হল রুম (পুরাতন হাসপাতাল) মৌলভীবাজার সদরে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ১৪ আগস্ট রবিবার এস.এ হামিদ,নির্বাহী পরিচালক ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডঃ সুমাইয়া আক্তার , মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা এহিয়া আহমদ চৌধুরী,ফিল্ড অফিসার , ইসলামিক ফাউন্ডেশন ,মৌলভীবাজার, এবং মেহেদি হাসান, জেলা সমন্বয়কারী ,এডাব। এ সময় শুভেচ্ছা বক্তব্যে এস.এ হামিদ বলেন করোনা সচেতনা ও সতর্কতার জন্য তারা সব সময় কাজ করে যাবেন । প্রধান অতিথি ডঃ সুমাইয়া আক্তার বলেন করোনা ১৯ প্রতিরোধ ও টিকা বার্তা জোরদারকরণ এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন । বিশেষ অতিথি এহিয়া আহমদ বলেন করোনার শুরু থেকে মানুষের সচেতনতায় ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে ও তারা সব সময় মানুষের পাশে তাকবে ।
এ সময় আর ও বক্তব্য রাখেন ইমাম আব্দুল বাছিত, রেমা রানী চন্দ, গনেশ কান্তি নাগ, ব্যথ কাঙ্গাল (খ্রিষ্টান)। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া, শাহ মোশারফ , অর্জুন চন্দ সহ বিভিন্ন মসজিদের ইমাম – আলেম ও অন্যান্ন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।