বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ানের নতুন মৌসুমে পিএসজির শুরুটা দুর্দান্ত ছিল। শনিবার (১৪ জুলাই) ঘরের মাঠে মোঁপিলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে তারা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে নেইমার-এমবাপ্পের গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই।
ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ মিস করে পিএসজি। মোঁপিলিয়ের এক ডিফেন্ডারের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক নিতে আসেন এমবাপ্পে। তার নেয়া শট গোলরক্ষক রুখে দেন। এতেই লিড নেওয়া হয়নি পিএসজির।
প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের গোলে প্রথম সাফল্য আসে পিএসজির। পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় নেইমাররা। তবে এবার স্পটকিক নিতে এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান তারকা। দারুণ এক পেনাল্টি শটে বল জালে জড়িয়ে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বুঝে ওঠার আগেই মোঁপিলিয়াকে বোকা বানিয়ে ম্যাচের ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
এরপর সেই ব্যবধান কিছুটা কমিয়ে দেয় ওয়াহবি খাজ্রি। মোঁপিলিয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন তিনি। তবে এই ব্যবধান ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে প্রথমে পেনাল্টি মিস করা এমবাপ্পে গোল করে ব্যবধান ৪-১ করেন।
খেলার শেষ দিকে এসে নুনো মেন্দেসের অ্যাসিস্ট থেকে তার স্বদেশি রেনাতো সানচেজ গোল করলে পিএসজি ৫-১ গোলে এগিয়ে যায়। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি গোল শোধ করে মোঁপিলিয়ের। কিন্তু এতে কেবল ব্যবধানটাই কমে। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।