শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৫ ই আগষ্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত শাখার শিক্ষক শাহনাজ আক্তার- এর কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা হয়। শিক্ষক বীথি মৈত্র র উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস উপস্হিত অভিভাবক, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি এই শোকাবহ দিনের তাৎপর্য উপলব্ধি করার এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা পর্বে আরো অংশগ্রহণ করেন শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র – ছাত্রী ও শিক্ষকদের সমবেত উপস্হাপনায় কবিতা ও গানের এক সুন্দর মনোরোম পরিবেশের সৃষ্টি হয়।