রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
শনিবার সন্ধায় শ্রীমঙ্গল গুহ রোডে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী কামরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বীর মুক্তিযোদ্ধা লক্ষী নারায়ন সিং, মুক্তিযুদ্ধ গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকুল চক্রবর্তী, মাই টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুর রহমান, পৌর আওয়ামীলীগের নেতা মুমিনুল হক, জসীম আহমেদ, আদিবাসীনেতা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সদস্য পরিমল সিং বাড়াইক, তরুণ দাশ, সাজ্জাদ হোসেন ও এনায়েত হোসেন প্রমুখ ।