মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক ও সরকারি গণমহাবিদ্যালয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি মো. আব্দুল করিম (যুবরাজ হুজুর) আর নেই।
শনিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটায পৌর এলাকার বড়গাছ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন তিনি।
মুফতি মো. আব্দুল করিমের জানাজার নামাজ শনিবার বিকাল ৩টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।