1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পহেলা বৈশাখ থেকে ভূমি কর পরিশোধ অনলাইনে : ভূমিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:: পহেলা বৈশাখ থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সচিবালয়ে আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আগামী পহেলা বৈশাখের পর থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে হবে। এর পর কোনো ভূমি করই ম্যানুয়ালি গ্রহণ করা হবে না।’ ভূমি ব্যবস্থাপনা সহজ করার জন্য ভূমি মালিকদের ল্যান্ড কার্ড দেয়ার উদ্যোগ প্রসঙ্গে ভূমি মন্ত্রী বলেন, এই কার্ডে একজন জমির মালিকের সকল তথ্য সংরক্ষণ করা হবে। ফলে এই মালিকের সকল তথ্য থাকবে। জমি বিক্রি সংক্রান্ত তথ্যও সংরক্ষণ করা থাকবে। তিনি বলেন, এখন বিদেশে বসেও ভূমির ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্যও ভূমি ব্যবস্থাপনা সহজ করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে মাঠ পর্যায়ে এখনো কিছু সমস্যা হচ্ছে। এখন থেকে সব কিছু ৩১ ডিসেম্বর সব ডিজিটাল করার করার উদ্যোগ নেওয়া হলেও আগামী ১ বৈশাখ থেকে আর দেশে প্রচলিত পদ্ধতিতে ভূমি কর দেয়া যাবে না। সব ডিজিটাল করা হবে। স জমি ব্যবস্থাপনায় কাজ করছে। এজন্য একটি ডাটা ব্যাংক করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ প্রসঙ্গে বলেন, এসব এলাকায় এটি নিয়ে সমস্যা হচ্ছে। তবে কাজ চলছে। তিনি বলেন, ভূমি সেক্টরের উন্নয়নে কর্মকর্তাদের অসততার কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সকল ভূমি অফিস সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..