1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন

  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতির ওপর পড়াবেন তিনি। আজ রোববার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরুন আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর ক্লাস নেবেন।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে এ ক্লাস। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্য বিষয়ক নানান বিষয়।

এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে সাম্প্রতিক সময়গুলোতে পাবলিক ইভেন্টগুলোতে কম দেখা যাচ্ছে। গ্রিনসিল লবিং স্ক্যান্ডালে জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পরই নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি।

শিক্ষকতা পেশায় ক্যামেরুনের যুক্ত হওয়ার বিষয়ে তার এক সহযোগী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘ক্যামেরুন ১১ বছর কনজারভেটিভ পার্টি এবং ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা দেবেন তিনি।

ডেভিড ক্যামেরুন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বের করে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। এ ছাড়া অভিবাসী বিরোধী নানান কঠোর পদক্ষেপ নেওয়ার কারণেও সমালোচিত ছিলেন তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..