মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:: রাত থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পূরো মৌলভীবাজার জেলার আকাশ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। গেল দু’দিন হঠাৎ তাপমাত্রা বেড়ে গেলেও বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শীত ও কনকনে হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা কমতে থাকবে।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন ভাড়ছে।