রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় একোয়ার্ড ফরেস্ট এলাকার প্রাকৃতিক টিলা কেটে ভূমির শ্রেণি পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য বিনষ্টের মামলায় মো. ময়না মিয়া নামে এক আসামীর বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্দে রায় ঘোষিত হয়েছে। ময়না মিয়া উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের কালা মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বনবিভাগের দায়েরকৃত এই মামলার (সিআর-১২৭/২০) রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন ও বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বন আইনের একটি মামলার রায়ে ময়না মিয়া নামক আসামীর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ন্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।