মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় সাবিয়াগামী খেয়াঘাটে নির্মিত বাঁশের সাকো থেবে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল (৩১ ডিসেম্বর) ২০২২ সালের শেষ রাতে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারস্থ সাবিয়া খেয়াঘাট পারাপারের সময় বাঁশের সাঁকো থেকে পা পিছলে চন্দন রায় (৫৫) নামে এক বৃদ্ধ লোক মনু নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান।জানাযায়, ঠিক ওই সময় থেকে মনু নদীর পারে পরিবার নিয়ে এক হিন্দু সম্প্রদায়ের লোক ভাড়া ভাষায় থাকেন, উনিও নিখোঁজ, উনার ছেলেরা বলেছে তাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নাকি রাতে বাজার করতে গিয়েছিলেন। প্রায় সময় নদী পারাপার হন তিনি। তবে ওই বৃদ্ধ লোকটি সাঁতার জানতেন না বলে জানা যায়। গতকাল সন্ধ্যা থেকে প্রচুর ঠান্ডা এবং কুয়াশা থাকার কারণে বাঁশের সাঁকো পিচ্চিল হয়ে যায় ফলে বৃদ্ধ লোকটি পানিতে পড়ে যায়। আজ ১ জানুয়ারি ২০২৩ সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মনু নদীর পশ্চিম বাজারস্থ পুরাতন বালু ঘাঠ থেকে লাশটি উদ্ধার করে। এসময় নিশ্চিত হওয়া যায় এই ব্যাক্তি সাবিয়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানাগেছে।সাবিয়া এলাকার বাবুল দেব জানান, দীর্ঘদিন থেকে তারা ওই খেয়াঘাটে একটি ফুটওভারব্রিজ স্থাপনের দাবী জানিয়ে আসছিলেন, কিন্তু রহস্যজনক কারনে ব্রিজটি হবার ব্যাপারে কেহ কর্ণপাত করছেনা। তিনি বলেন, এর আগেও এই জায়গায় এমন আরও ঘটনা ঘটেছে।