বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে এক সরকারি কর্মকর্তার বাড়িতে দুঃসাহষিক ডাকাতি সংঘটিত হয়েছে ।
শুক্রবার (২১ মে) দিবাগত রাতে হাজিপুর গ্রামের নিবারন চন্দ্র পালের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিবারন চন্দ্র পাল বড়লেখা ইউএনও কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার পদে দায়িত্ব পালন করছেন। ডাকাতির ঘটনার রাতে তিনি তার গ্রামের বাড়িতে ছিলেন।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন ।
জানা যায়, রাত অনুমান সাড়ে তিনটার দিকে বাড়ির কেচি গেইটের ও সামনের দরজার তালা খুলে মুখোশ ও হাফপ্যান্ট পরা একদল ডাকাত দল ভেতরে প্রবেশ করে গৃহকর্তা নিবারন চন্দ্র পালের হাত বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে।
পরে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ, দামী মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে ডাকাতি শেষে ঘরের লোকজনদের বাথরুমের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়।
ডাকাতি ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।