1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

হাকালুকি হাওরে বালিহাঁস দিয়ে পিকনিক-ফেঁসে গেলো ৯ যুবক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:: এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে বালিহাঁস দিয়ে ভুড়িভোজ করে সামাজিক যোগাযোগ
মাধ্যমে উল্লাস করার কিছু ছবি পোষ্ট করে কুলাউড়া ৯ যুবক। বিষয়টি সামাজিক
যোগাযোগ মাধমে চাউর হলে শুরু হয় তোলপাড়। বন্যপ্রাণী বিভাগ এঘটনায় ৮ জানুয়ারি
রোববার কুলাউড়া থানায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বন্যপ্রাণী বিভাগের দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ০৬ জানুয়ারি শুক্রবার
কুলাউড়া উপজেলার বাসিন্দা ৯-১০ জন যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ
করে তাতে লেখে “বালি হাঁস দিয়ে আজকের আয়োজন হাকালুকি হাওরে”। বিষয়টি গত
দু’দিনে তুমুল ঝড় উঠে। পোস্টকারীদের আইনের আওতায় আনার দাবি জানান নেটিজেনরা।
রোববার মৌলভীবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন হয়।
মৌলভীবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ এদের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দেন।
অবশ্য বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী ঘটনার
সাথে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করেন। বন্য প্রাণী বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ
কর্মকর্তা গোলাম ছারওয়ার এ ঘটনায় বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায়
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় কুলাউড়া থানায়
একটি মামলা দায়ের করেন।
বিভাগীয় বনকর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী জানান, ঘটনার দিনেই মৌলভীবাজারের
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি আমাদের অবগত করেন এবং প্রয়োজনীয় আইনি
ব্যবস্থা নিতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান,
‘বনবিভাগ লিখিত অভিযোগ দিয়েছে, এটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে’।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, বন্যপ্রাণী বিভাগের
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..