1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শিল্পকলার এ জাতীয় আয়োজনে উচ্ছসিত দর্শক ও প্রশংসায় পঞ্চমুখ সুধীমহল

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেটে চলছে ৭ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। উচ্ছ¡সিত দর্শকের মুহুর্মহুর করতালি ও প্রশংসার মধ্য দিয়ে সম্পন্ন হলো ৫ম দিনের কর্মসূচি। ‘শিল্প-সংস্কৃতি  ঋদ্ধ সৃজন শীলমানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত উৎসবের  ৫ম দিনের শিরোনাম ছিল জঙ্গীবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি। আজ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় নগরীর  রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত  প্রাঙ্গনে ৫ম দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয় । সাংস্কৃতিক পরিবেশনার  পূর্বে  জেলা কালচারাল অফিসার অসিত বরণ  দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জডিআ ইজি কার্যালয়ের পুলিশ সুপার  জেদান আলমুসা।  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ  পরিবেশ  আন্দোলন সিলেট  জেলা শাখার সভাপতি জামিল আহমেদ চৌধুরী; বাংলাদেশ মণিপুরী  সাহিত্য  সংসদের  সভাপতি এ কে শেরাম ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। আবৃত্তিশিল্পী  অনিমা দে তন্বী’র উপস্থাপনায়   সাংস্কৃতিক   উৎসবে  রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশেরগান, আধুনিকগান, বাউলগান, লোকগান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে  রাখেন রাধারমণ  স্মৃতিতর্পণ, গীতাঞ্জলী, পংকজ দেব, কাকলী দত্ত মুন্নী, রাজীব দে চৌধুরী, পাপ্পু, রবিউলআউয়ালরবি, পপি দাস, ঈশিতা দাস, সুচিত্রা দাস, জুই রাণী তালুকদার, লিজা রাণীপাল, অর্পিতা দাস, অর্পিতা হাওলাদার ঐশি, এম এইচ নিজাম,ফকির মাহমুদা, ধরণী কান্ত দাস ও পরাগ রেণু দেব তমা। শিল্পীদের নান্দনিক পরিবেশনায়  মুগ্ধ উপচেপড়া দর্শক। উৎসবে উপস্থিত  হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতেপ্রশং সিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। উৎসবটি   চলবে   আগামী ১৩ জানুয়ারি  প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..