সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত স্থানীয় শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে শমশেরনগর পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজনে ১৬তম পিঠা মেলা উৎসব এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত মেলায় সাংস্কৃতিক ও আলোচনা সভা হয়।
পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দীন বাবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম ডিবিএ, সাবেক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, ইমতিয়াজ আহমদ বুলবুল, পৌর মেয়র জুয়েল আহমদ, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাড়ীর ইনচার্জ শামীম আখন, চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, চেয়ারম্যান আসিদ আলী, আব্দুল মালিক বাবুল প্রমুখ।
আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, হরেক রকমের পিঠার সমাহার। চালের গুড়া দিয়ে পিঠা, চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন, ফুল পিঠা, ঝুড়ি পিঠা, মিষ্টি সন্দেশসহ ইত্যাদি তালিকায় রয়েছে। পিঠা উৎসবে আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ স্বাদও নিয়েছেন।
পিঠার উৎসবের অন্যতম আয়োজক সৈয়দ ইশতেয়াক বাবেল বলেন,‘শহরে পিঠাপুলি বানানো এখন অনেক কমে গেছে। গ্রামবাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।’