মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বুধবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মৌলভীবাজার সদর মডেল থানার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এস আই রতন কুমার হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, তমাল ফেরদৌস, সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, আমার প্রথম পদক্ষেপ হবে ক্লিন থানা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা। মৌলভীবাজার মডেল থানায় আগত সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সে জন্য কুইক রেসপ্রন্স পদ্ধতি চালু আছে ও আরো পদক্ষেপ কি কি নেয়া যায় তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন ও ক্লিন মডেল থানা গঠন ও মানুষের সেবাই এ থানার পুলিশের মূল কাজ হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
এছাড়াও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইয়াবা সেবন ও কেনা বেচা বন্ধ করা, তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সিএনজি অটোরিকশা, ইজিবাইক চুরি রোধ ও চালকদের অসৌজন্যমূলক আচরণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা, বিট পুলিশের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের থানায় এসে নির্বিঘ্ন সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।