1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় ঝড়ে গাছ উপড়ে সড়কে, দুইঘন্টা যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৩৩ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ঝড়ে একটি বট গাছ উপড়ে পড়ে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়েক প্রায় দুইঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয়পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে দমকলবাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা গাছটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ঝড়ের কারণে উপজেলার বিভিন্নস্থানে লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৪ মে) বিকেলে সাড়ে পাঁচটার দিকে বড়লেখার ওপর দিয়ে ঝড় বইতে শুরু করে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও শুরু হয়। ঝড়ে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়েকের বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি বড় বট গাছ উপড়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয়পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরনান চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন ঘটনাস্থলে যান। পরে তারা বিষয়টি দমকলবাহিনীর লোকজনকে জানান। খবর পেয়ে দমকলবাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সাড়ে সাতটায় সড়ক থেকে গাছটি সরিয়ে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝড়ে বিভিন্নস্থানে গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে পৌরসভার কয়েকটি এলাকায় বিদ্যুৎ এলেও মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বড়লেখা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিল আবুল হাসিম স্বপন মঙ্গলবার বিকেলে বলেন, সোমবার ঝড়ে হঠাৎ চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়েকের ওপর একটি বড় বটগাছ উপড়ে পড়ে। এতে কেউ আহত হয়নি। সড়কের উভয়পাশে দুইশতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহায়তায় গাছটি সরিয়ে নেন। পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, সড়কের উভয়পাশে বেশ কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো যেকোনো সময় উপড়ে পড়তে পারে।

পল্লী বিদ্যুতের বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার মঙ্গলবার বিকেলে বলেন, ঝড়ে বেশ কয়েকটিস্থানে গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়েছিল। এই কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পল্লীবিদুত্যের লোকজন ছিড়া লাইনগুলো মেরামত করেছেন। পুরো উপজেলায় এখন বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..