বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারে ১১ মার্চ কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ বিএনপি নেতাকর্মীর উপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার দুপুরে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলার কাঠালতলী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক, মইন উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মুজিবুল হক খোকন, যুবদল নেতা ও ইউপি সদস্য আমিনুল হক, এবি সিদ্দিকী দুলাল প্রমুখ।