শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৭৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ৬৩ জন এবং নারী ১০ জন।
বুধবার (১৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত ৭৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং পুলিশ সুপার মোহাম্মদ
জাকারিয়া। নির্বাচিত ৭৩ জনের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ২,মুক্তিযোদ্ধা কোটায় ২, আনসার ভিডিপি কোটায় ৩,উপজাতি কোটায় ৩, না
রী ১০ জন এবং সাধারণ কোটায় ৫৩ জন।
এই নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলার মোট ২৫৫৫ জন প্রার্থী আবেদন করেন। গত ২৬ফেব্রæয়ারী নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১৯২৭ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাচাই করা হয়। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)- এর ২০০মিটার দৌড়,পুশ-আপ,লং জাম্প, হাই জাম্প পরীক্ষার জন্য ১১২৯জনকে নির্বাচিত করা হয়। ২৭ফেব্রæয়ারী চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) তে ১১২৯জন প্রার্থীর মধ্য থেকে ৯০৪ জনকে বাছাই করা হয়। ২৮ফেব্রæয়ারী ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহন শেষে লিখিত পরীক্ষার জন্য ৫৫৫জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় ১৩২জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষা শেষে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আরসি) পদে ৭৩জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভাবে, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি।