সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের এক শ্রমিক বসতঘরের পিছনে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ করেছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৪৭৮টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এসময় গাঁজা চাষী সুশীল ভুমিজ পালিয়ে যায়। এব্যাপারে এসআই সুব্রত কুমার দাস গাঁজা চাষী সুশীল ভুমিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার নিউ সমনবাগ (মোকাম) চা বাগানের শ্রমিক সুশীল ভুমিজ (৩৮) বসতঘরে পিছনে অতি গোপনে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ করেছে। প্রশাসনসহ স্থানীয় লোকজনের চোখ ফাঁকি দিতে রাতের বেলা সে তার রোপনকৃত গাঁজা গাছের পরিচর্যা করতো। এরপরও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এসআই আবু সাইদের নেতৃত্বে একদল পুলিশ সুশীল ভুমিজের বসতবাড়িতে অভিযান চালায়। বসতঘরের পিছনের ক্ষেতে গাঁজা গাছের পরিচর্যাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এসময় পুলিশ গাঁজা ক্ষেত থেকে তার রোপনকৃত ৪৭৮টি গাঁজার গাছ উদ্ধার করে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পলাতক আসামী সুশীল ভুমিজ দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে তা বাজারজাত করছে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেন। পুলিশ অভিযান চালিয়ে তার ক্ষেত থেকে বিপুল পরিমান গাঁজার গাছ উদ্ধার করেছে। গাঁজা চাষী সুশীলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।