শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি : হারুনুর রশীদ চৌধুরী,অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর মডেল থানা, দিক নির্দেশনায় এবং মশিউর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত সার্বিক তত্ত্বাবধানে, এসআই/ খায়রুল বাশার, এএসআই/ রেজাউল করিম, এএসআই/ ফুলন দেব,এএসআই/ শুকলাল দাস এবং কং/ মানিক মালাকার সহ অদ্য ০৪/০৪/২০২৩ ইং তারিখ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সময় সন্ধ্যা ৬.০০ ঘটিকায় মৌলভীবাজার সদর মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত গ্রীর্জাপাড়াস্থ কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে ১৫২( একশত বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামি গোলাম সারওয়ার(৩২), পিতা -আব্দুল মুহিত, সাং- নড়িয়া, বর্তমান ঠিকানা- শ্যামলী রোড, থানা ও জেলা মৌলিবাজারকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি ( তদন্তের প্রয়েজনে নাম ব্যবহার করা হইল না) ঘটনাস্থলে ৪০( চল্লিশ) পিছ ইয়াবা ফেলে দৌড়াইয়া পালিয়ে যায়। পলাতক আসামী গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পক্রিয়া চলমান ।