শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজারের কাছে মোটর সাইকেল ও সিএনজি সংঘর্ষে দুই যুবক নিহত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল বানিয়াচঙ্গ উপজেলার চানপাড়া গ্রামের শাকিল আহমেদ রামিম(২৫) ও তকবজখানি গ্রামের প্রবাসী জমির উদ্দিন(৩৫)সহ কয়েকজন ৪/৫টি মোটর সাইকেল নিয়ে শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় ভ্রমনের জন্য বের হন। তাদের মোটরসাইকেল বহরটি সকাল ১১টায় পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার নিকট পৌছুলে মীরপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন রাহিম ও জমিরউদ্দিন।
হবিগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকতাদেরকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক ডাঃ মিঠুন রায় বলেন তারা ঘটনাস্থলে মারা গেছেন বলে ধারনা করছেন। বাহুবল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর কিছু সময় পুরাতন মহাসড়কটি বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কামাইছড়ার ফাড়ির পুলিশ সিএনজি ও মোটর সাইকেলটি আটক করেছে। অটোরিকশা চালক পালিয়ে গেছে।