মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার :: দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে শহরের চৌমোহনা চত্বরে আজ ২৩ মে দুপুরে। বিকাশ প্রতারক চক্রের সদস্য বুলবুল, ফজলু ও মাছুমকে নগদ টাকা ও মুঠোফোনসহ আটক করায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান (সদর সার্কেল), রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা, পুলিশ পরির্দক ( অপরারেশন) মোঃ মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্সকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবীতে ২ঘন্টা ব্যাপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবি এড.মাহবুবুল আলম শামীম। দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিরাজুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, সাংবাদিক জোবায়ের আহমদ, বধরুল ইসলাম, আরিফ আহমদ, নাসরিন প্রিয়া, এস.এম ফজলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, গোবিন্দ্র মলিক, যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ.সামাদ, সাংগঠনিক সম্পাদক এম কাইয়ুম সুলতান, ছাত্র ফোরামের সহ-সাধারণ সম্পাদক রুবেল রানা চৌধুরী, রাহাত আহমদ শিফন, কামরুল ইসলাম (তপু), অপু তালুকদার, বিকাশ চক্রবর্তী, সাকির আহমদ, মাসুদ আলম চয়ন, ভুক্তভোগী শান্তা রায়, সঞ্জু রায় প্রমুখ। উলেখ্য- রাজনগর উপজেলার খাস প্রেমনগর ( কামারচাক) গ্রামের মৃত আছাদ আলীর পুত্র বুলবুল মিয়া (৩৬), একই গ্রামের মিলদার মিয়ার পুত্র মোঃ মাসুম (১৯), মৌলভীবাজার সদর উপজেলার গৌবিন্দ্রশ্রী এলাকার বর্তমান বাসিন্দা ( স্থায়ী ঠিকানা- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইছাকোট গ্রাম) এর ফিরুজ আলীর পুত্র ফজলুল হক (২৩)কে দীর্ঘ ১৬ ঘন্টা পৃথক পৃথক ভাবে অভিযান করে প্রথমে শহরের কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে ফজলুল হককে মুঠোফোনসহ আটক করেন। এবং তার দেয়া তথ্য মতে বিকাশ প্রতারক চক্রের বুলবুল ও মাসুমকে আটক করা হয়। বিকাশ প্রতারক চক্রকে আটকের পর থেকেই একটি প্রভাবশালী মহল তাদেরকে আইনের ফাঁকে বের করে নেয়ার চেষ্টা চালিয়ে যান। এবং সর্বমহলে যোগাযোগ অব্যাহত রাখেন। সর্বশেষ আজকের আয়োজিত মানবন্ধন বাঁনচাল করার জন্য সর্বান্তক চেষ্টা করেন।