রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজারে অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস বিভাগের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শনিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজারের পশ্চিম বাজার এলাকায় এম সাইফুর রহমান সড়কের বহুতল ভবন এমবি ক্লথ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে ফায়ার সার্ভিস বিভাগ এ মহড়া পরিচালনা করে। এ মহড়ার নেতৃত্বে ছিলেন উপ সহাকারি পরিচালক নিয়াজ আহমেদ। এতে অর্ধ শত ফায়ার বিভাগের কর্মী অংশ নেয়। এ মহড়ায় অগ্নিকান্ডের সময় কিভাবে আত্মরক্ষা করা যায় এবং ভবন থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা যায় তা নিয়ে বিভিন্ন কলা কৌশল মহড়ায় তুলে ধরা হয়। এসময় জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালামসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।