মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে প্রচণ্ড তাপদাহে অস্তির হয়ে পড়েছিল মানুষ সহ জীবজন্তুু। শ্রমজীবি মানুষ প্রচণ্ড তাপদাহে কর্ম ঘন্টা কমিয়ে দিয়েছিল। প্রকৃতির হাতে নিজকে ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া অন্য কোন উপায় ছিলনা। অনেক স্থানে বৃষ্টির জন্য নামাজ পড়ে মোনাজাত করা হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড তাপদাহের পর বৃষ্টিতে ভিজে গেলো মৌলভীবাজার। এই বৃষ্টি মৌলভীবাজারবাসীকে শীতল পরশ বুলিয়ে গেলো। মানুষের মনের মধ্যে বয়ে গেল স্বস্তির আমেজ। সোমবার (৩১ মে) সকাল থেকেই মৌলভীবাজারের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসও দিয়েছিল, বৃষ্টি হবে। বেলা সাড়ে ১টা থেকে হয় তুমুল দমকা হাওয়া। এরপরই নামে বৃষ্টি। হবিগঞ্জ ছাড়া সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মুসলধারে বৃষ্টি হবে। সেই সাথে কোথাও কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মাধ্যমে কমে আসবে তাপমাত্রা। এরপর তাপমাত্র খুব একটা বাড়বে না। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগে টানা বৃষ্টি হবে। হবিগঞ্জে বৃষ্টি কম হবে। তবে বিভাগের অন্যান্য জেলায় বৃষ্টি মুসলধারে হবে। স্বাভাবিক লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তিনি জানান, এই বৃষ্টির পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আর বেশি বাড়বে না। গত ২৪ ঘণ্টায় সিলেটের সিলেটে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।