বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সাথে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর মেয়র জুয়েল আহমদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক সহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সেবাগ্রহীতাসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে জেলা প্রশাসক পৃথক অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ। উপজেলায় কাল বৈশাখি ঝড়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ।কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য উপকরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন ও মণিপুরী তাঁত বস্ত্র বুনন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এছাড়া জেলা প্রশাসক বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ।