1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় বঙ্গবন্ধু-১০০ ধান চাষে কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২০২ বার পঠিত

কুলাউড়া পতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিলদারপুর গ্রামে বঙ্গবন্ধু -১০০ ধান চাষ করে সফলতা অর্জন করেছেন কয়েকজন কৃষক । তারা হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কুলাউড়া শাখার দিলদারপুর গ্রামের সৌরভ মহিলা সমিতির দরিদ্র সদস্য। হীড বাংলাদেশ কুলাউড়া শাখার সমিতির সদস্য হিসেবে বঙ্গবন্ধু -১০০ ধান চাষের জন্য ৫ হাজার টাকার কৃষি উপকরণ আর্থিক অনুদান পেয়ে কৃষি জমি চাষ করেন । সৌরভ মহিলা সমিতির সদস্য পারভীন বেগম কুলাউড়া শাখা থেকে নতুন জাতের ধান চাষের উপকরণ পেয়ে হীড বাংলাদেশ সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদার এর পরামর্শ মোতাবেক মাঠ পর্যায়ে জমি নিয়ে কার্যক্রম শুরু করেন। সৌরভ মহিলা সমিতির সদস্য পারভীন বেগম জানান তার ১ বিঘা জমিতে বঙ্গবন্ধু-১০০ ধান চাষ অনেক উপকার পেয়েছি।

তিনি আরও জানান অন্যান্য জাতের ধানের তুলনায় বঙ্গবন্ধু-১০০ ধান এর ফলন অনেক ভাল এবং রোগ বালাই ও অনেক কম। তাই আশে পাশের লোকজন আমার জমির ফলন দেখতে আসেন। আশে পাশের লোকজন বঙ্গবন্ধু -১০০ ধান চাষে করবে বলে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এবং বঙ্গবন্ধু-১০০ ধান এর বীজ আমার কাছ থেকে নিবেন বলে বীজ সংরক্ষণ করতে বলেছেন। সকলকে আগামীতে বঙ্গবন্ধু -১০০ নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করেন। এছাড়া ও সমিতির
পারভীন বেগম, সেলিম বেগম , মুজিব মিয়া , হারিছ আলী, হাসনা বেগম, আব্দুর নুর মিয়া, মোন্নাব মিয়া, রোজিনা বেগম, শহিদ মিয়া,নজরুল ইসলাম
বলেন এই জাতের ধানের রোগবালাই ও পোকামাকড় আক্রমন কম তাই আমরা আগামীতে আরও বেশি পরিসরে বঙ্গবন্ধু -১০০ জাতের ধান চাষ করব।
এবং হীড বাংলাদেশ সমিতির সকলকে বঙ্গবন্ধু -১০০ ধান জাতের ধান চাষে আহ্বান জানাব। সর্বশেষে তিনি সমন্বিত কৃষি ইউনিট এর কৃষি কর্মকর্তাকে কারিগরি পরামর্শ দিয়ে সফলতার জন্য ও আর্থিকভাবে সহযোগিতার জন্য হীড বাংলাদেশ কুলাউড়া শাখার সকলকে ধন্যবাদ জানান

হীড বাংলাদেশ কুলাউড়া উপজেলা সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদার বলেন বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের ফলন অনেক ভাল হয় এবং ধানের রোগবালাই খুব কম। সেক্ষেত্রে আমরা কৃষকদের বঙ্গবন্ধু-১০০ জাতের ধান চাষ করতে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন বঙ্গবন্ধু -১০০ জাতের ধানের ফলন ভাল হয় এবং আগামীতে যেকোন ধরণের কৃষি সহযোগীতার প্রয়োজন হলে আমরা উনাদের সহযোগীতা করবো বলে আশ্বস্ত করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..