সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
মোঃ ফাহাদ আহমদ: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার আবাসিক এলাকা থেকে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় একটি শক্তিশালী মাদক বিক্রেতা সিন্ডিকেট গড়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে ওসমানী নগর উপজেলার আলীপুর এলাকার মৃত. মঈন উদ্দিনের পুত্র শিপন মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ২১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুনায়েদ আহমেদ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ২১ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে ঐ মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
তিনি আরও জানান, শেরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।