রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
কুলাউড়া পতিনিধি:কুলাউড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ বিনা পাসপোর্টে ভারত হইতে বাংলাদেশে প্রবেশ বিভিন্ন মামলায় ১৫ জন আসামী গ্রেফতার।
মৌলভীবাজার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে গত ০৬ জনু মঙ্গলবার রাত ১২ ঘটিকা হইতে এএসআই(নিরস্ত্র)/তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১৫ জন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করেন।
আসামি বিভিন্ন দের নামে দায়রা ২১৯৮/২০১৬, সিআর ১০১২/২০১৪, সিআর ১৬৫৩/১৮ এর ০৭(সাত) মাসের কারাদন্ড প্রাপ্ত এবং ৫,৮৯,৩৮৮/-টাকা জরিমানা প্রাপ্ত আসামী
১। সুমন আহমদ, পিতা-হারুনুর রশিদ, সাং-রাউৎগাঁও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। অ
পর অভিযানে এএসআই/মোঃ রায়হান কবির, এএসআই/মোঃ আনোয়ার হোসেন, এএসআই/ফুলচান মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জিআর ১৭৪/১৯(কুলাউলা) এর ওয়ারেন্টভুক্ত আসামী ২। মোঃ কামরুল ইসলাম, পিতা-মৃত তোবারক আলী, সাং-দানাপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, জিআর ০৫/২৩ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী ৩। শামীম মিয়া @ মোস্তাকিন, পিতা-কর্নেল মিয়া, সাং-দক্ষিণ কেওলাকান্দি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, জিআর ২২৫/২১(কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী ৪। জেবুল মিয়া (২২), পিতা-ফরজান আলী, সাং-ভাটুৎগ্রাম, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, জিআার ১৭/২৩ (কুলা:) এর ওয়ারেন্টভুক্ত আসামী ৫। মোঃ ময়নুল ইসলাম (৩৭), পিতা-মোঃ রজব আলী, সাং-টাট্টিউলী, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দের গ্রেফতার করা হয়।
এসআই/সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানার মামলা নং-০৯(০৬)২৩ এর পলাতক আসামী সুমন আহমদ (২৮), পিতা-আছকর আলী @ আজগর, সাং-টাট্টিউলী, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং ০৬ জুন, ২০২৩ খ্রিঃ তারিখে জেসিও-৯৫৫৪ নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেন, ৪৬/ই কোম্পানী, মুইড়ছড়া বিওপি, কুলাউড়া, মৌলভীবাজার সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়া কুলাউড়া থানাধীন ১৩নং কর্মধা ইউপিস্থ পূর্ব ফটিগুলি এলাকায় বিশেষ টহল ডিউটি করাকালে পূর্ব ফটিগুলি সাকিনস্থ বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া দিয়া ০৮ জন লোক বিনা পাসপোর্টে ভারত হইতে বাংলাদেশে প্রবেশ করিয়া কাঁঠালতলী বাজারের দিকে আসার সময় বিজিবি টহল টিম আসামী ১। মোঃ আনারুল (৫২), পিতা-মৃত মুনতাজ মন্ডল, ২। মোঃ আলম মন্ডল (৫৮), পিতা-মৃত রহমান মন্ডল, উভয় সাং-ইনসাফনগর, ৩। মোঃ মামুন (২০), পিতা-মোস্তফা মন্ডল, ৪। মোঃ খোরশেদ (৩৫), পিতা-উমর আলী, উভয় সাং-গুরেরপাড়া, ৫। মোঃ জনি (৩০), পিতা-মোঃ মনির উদ্দিন, ৬। মোঃ আমদাদ (৩৭), পিতা-মোঃ আসমত মন্ডল, উভয় সাং-কান্দিরপাড়া, ৭। মোঃ পালো মালিথা (৪৫), পিতা-মোঃ ফজলুল হক মালিথা, সাং-মহেষকুন্ডি, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, ৮। মোঃ মনির মুন্সি (৪৮), পিতা-মজিদ মুন্সি, সাং-মঠেরপাড়া, থানা-রানদা, জেলা-বাগেরহাট‘দের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে গত ০৭ জনু বুধবার চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।