শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় সালাতুল ইসতিসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শান্তিবাগের আশপাশের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। নামাজ শেষে প্রকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে দোয় পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।