শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজার আশিক ম্যানশনের ২য় তলায় ফোলজেন্ট ইংলিশ কেয়ারের শুভ উদ্বোধন করা হয়।
১০ জুন সকালে ফোলজেন্ট ইংলিশ কেয়ারের হল রুমে ফোলজেন্ট ইংলিশ কেয়ারের আলোচনা সভা ও ইংলিশ স্পোকিং এর ওয়ারেন্টিশন ক্লাস অনুষ্টিত হয়।
আলোচনা সভায় ফোলজেন্ট ইংলিশ কেয়ারের পরিচালক সাজ্জাদুল ইসলাম সাজুর সভাপতিত্বে ফোলজেন্ট ইংলিশ কেয়ারের ইংরেজি শিক্ষক মার্জিয়া রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নোবেল একাডেমির পরিচালক বাবুল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ফোলজেন্ট ইংলিশ কেয়ারের পরিচালক আশরাফ উদ্দিন,শিক্ষক হাফিজুর রহমান নাজিম,মোঃ জায়েদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোলজেন্ট ইংলিশ কেয়ার পরিবারের সদস্য জোহা,শিক্ষার্থী সৈয়দা সাদিয়া জাহান,নুছরাত,মিম,তিন্নি,মোজাহিদ,তুহিন,রিপন,অন্যয়, তারেক প্রমুখ।
ফোলজেন্ট ইংলিশ কেয়ারের ওয়ারেন্টিশন ক্লাসের নতুন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করা হয়।