শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : “পরিচয় গোপন রেখে তথ্য দিন, মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার শপথ নিন। মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অদ্য ০৬/০৬/২০২১ইং, দুপুর ০১.২৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার সদর থানাধীন মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত পশ্চিম বড়হাট সাকিনস্থ -কে-আর ভিলা ‘শেরপুরী বাসার গেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১। বিপ্লব মালাকার (২৫), পিতাঃ গিরেন্দ্র মালাকার, মাতাঃ বিপুলা মালাকার , সাং- ভূজবল ( ১২ নং গিয়াস নগর ইউপি), থানা ও জেলা -মৌলভীবাজারকে ৭৫ (পঁচাত্তর ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
“মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।