সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে চেকপোস্টে পুলিশের তল্লাশি
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
৩০১
বার পঠিত
অনলাইন ডেস্ক: রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এই দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে চেকপোস্টে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
আমিনবাজার এলাকায় দেখা যায়, আমিনবাজার হাসপাতালের সামনে ১০-১৫ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।
তারা ঢাকাগামী লেনের একপাশে ব্যারিকেড দেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি শুরু হয়। পুলিশ সন্দেহভাজন যাত্রীদের পরিচয় জানতে চায় ও ব্যাগ তল্লাশি করে। অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্র দেখান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখানে সবসময় তল্লাশি চালানো হয়। ঢাকায় দুই দলের কর্মসূচি থাকায় কেউ যেন কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে এ কারণে তল্লাশি জোরদার করা হয়েছে।
আমিনবাজার ও আশুলিয়া এ দুই জায়গায় তল্লাশি চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। একইদিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও। উভয় পক্ষই আগে বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। পুলিশের অনুমতি না পেয়ে পরে তারা কর্মসূচির তারিখ পরিবর্তন করে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/
[email protected]