শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মান কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলা আশ্রয়ণ-২ (২য় পর্যায়) প্রকল্পে মোট ৩০০ ঘর নির্মান করা হচ্ছে।
আজ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি আশ্রয়ন প্রকল্পে নির্মানাধীন এসব ঘর পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, স্হানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল প্রমুখ ।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, আগামী ২০ জুন ৩০০ ঘরের মধ্যে ১৬০টি ঘর উদ্ধোধন করা হবে।