সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে হাবিবা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুন ) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার হালিম মিয়ার মেয়ে। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
শিশুটির বাবা হালিম মিয়া জানান, ‘পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পরে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাৎক্ষনিক আত্মীয়স্বজন মিলে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সৌমিত্র সিংহ বলেন,‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’