রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেলপথের ওপর গাছ পড়ে বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিলেট-আখাউড়া পথে ট্রেন দেড় ঘন্টা চলাচল বন্ধ ছিল।
পড়ে থাকা গাছ কেটে অপসারণের পর দুপুর দেড়টা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৭০৯ আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে রেলপথের ওপর একটি বড় গাছ ইঞ্জিনের ওপর পড়ে যায়।এ ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গলের রেলওয়ে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনির হোসেনের নেতৃত্বে রেলকর্মীদের একটি দল এসে ঘটনাস্থলে পড়ে থাকা গাছটি কেটে অপসারণের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী সাখাওয়াত হোসেন বলেন, পাহাড়িএলাকায় রেলপথে গাছ পড়ায় সিলেট অভিমুখে ছেড়ে যাওয়া আন্ত:নগর পারাবত ট্রেন আটকে থাকায় এতে
সিলেট থেকে ছেড়ে আসা আন্ত:নগর পাহাড়িকা ট্রেন চট্রগ্রাম অভিমুখী ভানুগাছ স্টেশনে আটকে ছিল।