রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার শহরের একটি পুর্বালী ব্যাংক চৌমুহনা শাখা থেকে আজ দুপুর ২টা ১৮ মিনিটে ২০ হাজার টাকা উত্তোলন করে চৌমুহনা এলাকায় অপর সেন্ট্রাল রোর্ডের এশিয়া ব্যাংকে আসলে পকেটে দেখেন টাকা নাই। আব্দুল্লা আল মামুন শিপন নামীয় এক ব্যবসায়ী জানান,ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেন্ট্রাল রোড হয়ে ব্যাংক এশিয়া আসার পথে রাস্তায় কতেক যুবক ধাক্কা দিলে তিনি কি হয়েছে তা বোঝতে পারেননি। পরবর্তীতে তিনি অপর ব্যাংকে টাকা জমা দিতে গেলে টাকা নাই দেখে তাড়াতাড়ি ঘটনাস্থল সাধনা ঔধানালয় সম্মুখে আসেন। কিন্তুু ছিনতাইকারীদের আর পাননি। এঘটনায় তিনি বিষয়টি অবগত করেছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকারী বা টাকা উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।