শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
মো: রেজাউল ইসলাম চৌধুরী : মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামে বন্যার পানিতে সাপের কামড়ে ফারচু মিয়ার পুত্র ইমরান আহমদ (১৮) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। গত ২৩ জুন রাত সাড়ে আটটায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু ঘটে। স্থানীয়দের অভিযোগ মৌলভীবাজার সদর হাসপাতালে সাপের ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বিকেল দুইটার দিকে পদুনাপুর গ্রামে ইমরানের বাড়িতে বন্যার পানি উঠে যাওয়ায় পাশের বাড়ীতে আশ্রয় নিতে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ থাকে কামড় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল থেকে কোন ভ্যাকসিন না দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। রুগীর আত্বীয় স্বজন ও তদন্তে জানা যায়, মৌলভীবাজার সদর হাসপাতােেল ভেকসিন না থাকা নিত্য দিনের ব্যাপার। মৌলভীবাজার সদর হাসপাতালের সিভিল সার্জন, প্রসাশনিক কর্মকর্তা ও ডাক্তারদের সমন্বয়ে কিছু অসাধু লোক সিন্ডিকেট করে হাসপাতাল পরিচালনা করে। গরিব অসহায় রুগিরা হাসপাতালে আসলে ডাক্তার দেখানো, ভর্তি, সরকারি ওষদ-পত্র , রক্ত সংগ্রহ থেকে শুরু করে প্রতিটি কাজে পোহাতে হয় বিরম্ভনা। কিন্তু দালাল চক্রের হাতে মোটা অংকের টাকা তুলে দিলে পাওয়াে যাবে সকল সুযোগ সুবিধা। গ্রামের অসহায় দুস্থ মানেুষ প্রায়ই এসব দালালদের খপ্পরে পড়ে হয়েছেন সর্বশান্ত। জানা যায়, প্রতিদিন জনি আহমদ, সালাউদ্দিন, অনিক পাল, জানে আলম, নিবির দাশ, আতাউর সহ অনেক দালাল বসে থাকে হাসপাতালে রুগীদের কাছ থেকে বিভিন্ন সুবিদা দেওয়ার কথা বলে অনৈতিক টাকা সংগ্রহের জন্য যাদের মদদ দিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহল। হাসপাতাল প্রশাসন সব কিছু জেনেও নিরব ভূমিকা পালন করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে অবস্থা আরও ভয়াবহ হবে।