সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত: স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলাটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। স্থানীয় এনজিও সংগঠন মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (এমসিভা) এর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজমুল হক, নটরডরম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলার্স ক্রুজ,এমসিডার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আলম, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, বিএফএফ এর নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মো: আনোয়ার হোসেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্কুল এবং মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীদের ৩০ টি স্টল প্রদর্শন করা হয়। বিজ্ঞান মেলায় তিন সদস্য বিশিষ্ট: বিচারক মন্ডলীর বিচারে স্টলগুলোর মধ্যে ১ম দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ,২য় বিটিআরায় উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলেদেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।