শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
হিফজুর রহমান :: মঙ্গল শোভাযাত্রায় গিয়ে বাঙ্গালিয়ানা প্রকাশ করা যায় না। মঙ্গল শোভাযাত্রায় যাওয়া অনেকেই তো বাংলার কততম বর্ষ শুরু হলো,এটাই বলতে পারেনা। আমরা মন থেকে বাংলাকে,বাংলা ভাষাকে কত ভালোবাসি,তা বুঝা যায় কথাবার্তা,পোশাকের ধরণে৷
সারা বছর পশ্চিমা সভ্যতাকে নিজের মধ্যে যুক্ত করলাম৷ সারাদিন হেডফোন,ইয়ারফোন দিয়ে হিন্দি,উর্দু গান শুনলাম। নববর্ষের দিন ফুল মাথায়,পান্তা-ইলিশে বাঙ্গালিয়ানা প্রকাশ করলাম৷ এতে বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ হয় না৷
বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি যদি ভালোবাসা প্রকাশ করতে হয়,সর্বত্র বাংলা ভাষার ব্যবহার করতে হবে। সকল অফিস-আদালতে বাংলা ভাষার ব্যবহার শুরু করতে হবে। ইংরেজি ভাষার ব্যবহার কমিয়ে আনতে হবে।
“সোনালী ব্যাংক” বাংলাদেশের সরকারি ব্যাংক। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে দেখবেন, প্রতিটা বিভাগকে ইংরেজিতে লেখা হয়েছে৷ দেশের সাধারণ কোন নাগরিক যদি সেবা নিতে চায়, আর সে ইংরেজি না পারে, তাহলে সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে সেবা নিতে পারবেনা৷ শুধু যে সোনালী ব্যাংকের ওয়েবসাইট ইংরেজি ভাষায়, এমন নয়৷ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা মাধ্যমের ওয়েবসাইটকে ইংরেজিতে তৈরি করা হয়েছে৷ ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন ছাড়া এগুলো থেকে সেবা নেওয়া প্রায় অসম্ভব।
বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছিলেন৷ বর্তমানে যে বা যারা সারা বিশ্বে বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাতদিন চেষ্টা করে যাচ্ছেন, এযেনো তাদেরকে অসম্মান করার নামান্তর।
প্রথম আলো, মানবজমিনসহ দেশের জাতীয় পত্রিকাগুলো যদি তাদের প্রত্যেকটা বিভাগকে বাংলায় সাজিয়ে রাখতে পারে, সরকারি সেবা মাধ্যমগুলোকে কেন বাংলায় লেখা যাবেনা?! অবশ্যই লেখা যাবে৷ এতেকরে মানুষ আরও বেশি উপকৃতও হবে৷
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।