মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারেরর কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫) বসতঘরের ড্রপ লাইনে পাশের বাড়ির ফখরুল ইসলামের একটি কাঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। পরে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রে জানানোর পরও বিদ্যুৎ লাইনটি সংস্কার করা হয়নি। কাজ শেষে ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুতের ডিজিএম মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।