বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন হয়েছে। আজ বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, ডা. সনি কুমার সাহা, ডা. শারমিন আক্তার, ডা. মাখলুকা মুর্শেদ প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্ঠি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে ১৫ হতে ১৯ জুন পর্যন্ত।
ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভার ২১৬ টি কেন্দ্রের মাধ্যমে ৩৫ হাজার ৭৮০ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৫৩ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৯২৭ জন শিশু রয়েছে।