সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় ছোট শিশুদের নিয়ে উদযাপন করা হয় বৃষ্টি দিবস ।
আজ সোমবার স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় দিবসটি পালনকালে শিশুরা সারিবদ্ধভাবে ছাতা হাতে রেইন কোট পড়ে কৃত্রিম পুকুরে নৌকা ভাসায়। শিশুদের কলোরব ও রঙ – বেরঙের নৌকায় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। প্লে, কেজি- l, কেজি-ll – র শিশুদের কাছে আজকের প্রধান আকর্ষণ ছিল পুকুরের নানা ধরনের মাছ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসসহ শিক্ষকরা শিশুদের সাথে আনন্দ উপভোগ করেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে এবং সমাপ্ত হয়।