মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষিত দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও তপন চৌধুরীর সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, যুবউন্নয়ন কর্মকর্তা মিছবাউর রহমান, মহিলা বিষয়ক অফিসের স্টাফ মৃগেন বাদুড়ী, প্রশিক্ষক জবা আক্তার, প্রশিক্ষিত যুবতি লিলি বেগম, পলি বেগম প্রমুখ।