মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:বড়লেখায় জামিনে মুক্তি পেয়ে বাদীর ছেলেকে আসামী পক্ষ পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বড়লেখা থানায় সুব্রজিৎ চৌধুরী ঘোষ(৪৩), বিপ্রজিৎ চৌধুরী ঘোষ(৪৭),পূণিমা ঘোষ(৩৭)কে আসামী করে মোহাম্মদ আলী খান বাদী হয়ে বড়লেখা থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে জানাযায়, আসামী বিপ্রজিৎ চৌধুরী ঘোষ নিউ সমনবাগ চা বাগানে গুদামে চাকুরী করা অবস্থায় চা পাতা পাচারের মামলায় দীর্ঘ দিন জেল হাজতে ছিলেন। এই মামলার বাদী ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী খান। আসামী বিপ্রজিৎ চৌধুরী ঘোষ ৭ আগষ্ট জামিনে মুক্তি পেয়ে বাসায় আসলে ম্যানেজার মোহাম্মদ আলী খান এর ছেলে সাইফুল(২৮) তার ২ জন বন্ধুকে নিয়ে ৮ আগষ্ট দেখা করতে গেলে আসামীরা তাকে মেরে মারাত্নক ভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, আসামী জামিনে মুক্তি প্রাপ্ত হয়ে মামলার বাদী বাগান ম্যানেজার মোহাম্দ আলীর ছেলেকে হত্যার অভিযোগ পেয়েছি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার এফআই আর ভুক্ত আসামী সুব্রজিৎ চৌধুরী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামী অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।