1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফেব্রুয়ারি জুড়ে প্রেমের মৌসুম, কবে কোন দিবস?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম/ আলোতে মাখামাখি আমার গ্রিনরুম’— প্রাক্তন সিনেমার এ গান শুনেছেন হয়তো। ফেব্রুয়ারি মাস আসতেই শুরু হয়েছে প্রেমের মৌসুম। সপ্তাহখানেক বাদেই ভালোবাসার নানা দিবসে মেতে উঠবেন যুগলরা।

ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলা হয়। ভ্যালেন্টাইন্স সপ্তাহের কবে কোন বিশেষ দিন তা কি জানা আছে আপনার? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বিশেষ দিনগুলোর তালিকা-

রোজ ডে
গোলাপ দেওয়া-নেওয়ার দিবস দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহের। ৭ ফেব্রুয়ারি উৎযাপন হয় রোজ ডে। প্রিয় মানুষটিকে পছন্দের রঙের গোলাপ তুলে দিন এই দিনে। তবে একের রঙের গোলাপের অর্থ কিন্তু একেকরকম। সেটি জেনে নিন আগে।

প্রপোজ ডে
কাউকে মন দিয়ে বসে আছেন কিন্তু এখনও তাকে জানাননি। তাহলে এই দিনটি কাজে লাগান। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়।

চকলেট ডে
অনেকের কাছেই এই দিবসটি বেশ পছন্দের। রকমারি চকলেট প্রিয় মানুষকে উপহার দেওয়ার রীতি ৯ ফেব্রুয়ারি।

টেডি ডে
নারীরা টেডি বিয়ার বা পুতুল পছন্দ করেন। অনেক পুরুষও সফট টয় বা টেডি পছন্দ করেন। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত। এই দিনে প্রিয়জনকে টেডি উপহার দিতে পারেন।

প্রমিস ডে
ভালোবাসা আর প্রতিশ্রুতি শব্দ দুটো শব্দ একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও।

হাগ ডে
মনের মানুষকে জড়িয়ে ধরার দিন ১২ ফেব্রুয়ারি। হাগ ডে হিসাবে প্রচলিত এ দিন।

কিস ডে
প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন। অনেকের মতে, মুখে না বলা কথাও চুমুর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উৎযাপন হয় কিস ডে বা চুম্বন দিবস।

ভ্যালেন্টাইন্স ডে
মৌসুমের সবচেয়ে জনপ্রিয় দিবস এটি। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে ভালোবাসা বোঝানোর দিন এটি। এদিন ভালোবাসুন প্রাণ ভরে।

অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক
ফেব্রুয়ারির ৭-১৪ তারিখ ভালোবাসায় মাখামাখি হয়ে থাকার সময়। তবে অনেকেই আছেন যারা ‘প্রেম দিবস’ পালনের বিরোধী। জানেন তাদের জন্য আছে ‘অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক’? শুনে অবাক হচ্ছেন? ভালোবাসার দিনগুলো নিয়ে সবাই যতটা আলোচনা করেন, প্রেম বিরোধী দিবসগুলো নিয়ে তেমন করেন না। তাই এগুলো অগোচরেই থেকে যায়।

প্রেম বিরোধী দিবসগুলোর কবে কী দিবস জেনে নিন-

স্ল্যাপ ডে (Slap Day): ১৫ ফেব্রুয়ারি
কিক ডে (Kick Day): ১৬ ফেব্রুয়ারি
পারফিউম ডে (Perfume Day): ১৭ ফেব্রুয়ারি

ফ্লার্ট ডে (Flirt Day): ১৮ ফেব্রুয়ারি
কনফেশন ডে (Confession Day): ১৯ ফেব্রুয়ারি
মিসিং ডে (Missing Day): ২০ ফেব্রুয়ারি
ব্রেকআপ ডে (Break Up Day): ২১ ফেব্রুয়ারি

এই দিবসগুলো সম্পর্কে কি জানা ছিল আপনার? সিঙ্গেল হোন কিংবা সম্পর্কে থাকুন পছন্দের দিবস উদযাপন করতে পারেন অনায়াসে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..